|
---|
নবাব মল্লিক, রায়দিঘী: ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের জন্য ছাত্রদের প্রতিবাদ করে মারধরের অভিযোগ উঠল বিজন সরকারের নামে। যোগেন্দ্র পুর হাইস্কুল এর নবম শেণির ছাত্র ইলামিন কে নিষ্ঠুর ভাবে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠল শিক্ষক বিজন সরকার এর বিরুদ্ধে। রায়দিঘী থানায় অভিযোগ জানানো হয়েছে।
স্থানীয় জণগণরা ঘটনার প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখায়। টিভি চ্যানেলে যুক্তিবাদি বলে পরিচিত বিজনের এহেন আচরণে জণগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
প্রধান শিক্ষক তপন নস্কর সহ অন্যান্য শিক্ষকরা ব্যাপারটি সমাধান করার জন্য সামনে সপ্তাহে সভা ডেকেছে বলে জানা যাচ্ছে। তবে অভিযুক্ত শিক্ষকের দাবি ওই ভাবে ছাত্রটিকে মারা ঠিক হয়নি। তবে তিনি কোনোভাবেই অন্যায় বরদাস্ত করবেন না।