|
---|
নতুন গতি নিউজ ডেস্ক। আজ বেলা এগারোটা নাগাদ মুম্বইয়ে ভেঙে পড়ল একটি বহুতল বাড়ি। ধ্বংসস্তূপের নীচে কমপক্ষে ৪০ জন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মুম্বইয়ে ডোংরির ট্যান্ডেল স্ট্রিটে ভেঙে পড়ে চার তলার কেশরবাই বিল্ডিং। বহুতলে থাকা বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছে বলে খবর। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে দমকল। যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।