বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ যাদবপুরে।

নিশির কুমার হাজরা। কলকাতা। গতকাল রাতে মহিলা মোর্চার মহিলা কর্মী গন নতুন সদস্য বাড়ানোর জন্য সদস্য সংগ্রহের কাজ চলাকালীন পুলিশের উপস্থিততে গরফা থানার সামনে বিজেপি কর্মীদের উপর নির্দয় ভাবে হামলা চালায়। আজ তার প্রতিবাদে এক ধিক্কার ও বিক্ষোভ মিছিল হয়। যাদবপুর থানা থেকে গরফা থানা অবধি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল চলে। ওইমিছিলের নেতৃত্বে ছিলেন দক্ষিণ শহরতলি জেলা সভাপতি শ্রী সোমনাথ ব্যানার্জী মহাশয়। রাজ্য BJMTU সভাপতি শ্রী বাবান ঘোষ এবং রাজ্য সাধারণ সম্পাদক শ্রী রাজু ব্যানার্জী। আর তার সাথে ছিলেন রাজ্য কমিটি সদস্য গৌতম চৌধুরী মহাশয়।

    প্রসঙ্গত, গতকাল বিজেপির নেতাকর্মীদের যাদবপুরের ১০৯ ওয়াডে সকাল থেকে তৃণমূলের দুষ্কৃতিরা শহীদ স্মৃতিতে মারকাট চালায় পুলিশের সামনে।বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর করে।বিজেপির শতাধিক কর্মী আহত হয়ে হসপিটালেএখনচিকিৎসাধীন।

    এব্যাপারে এক প্রশ্নের উত্তরে যাদবপুর মহিলা মোর্চার কনভেনার মৌসুমি দাস সংবাদ মাধ্যমকে জানান, তৃণমূলের গুন্ডারা এক দিনে যাদবপুরের ভিন্ন ভিন্ন এলাকায় মারকাট চালিয়েছে বিজেপি কর্মীদের উপর । যাতে বিজেপির কর্মীরা এক না হতে পেরে ছত্রভঙ্গ হয়ে যায়। ওরা DIRECT ACTION PLAN করার চেষ্টা করছে। আমাদের এক থাকতে হবে। আমরা দেশের আর পশ্চিমবঙ্গের ভালোর জন্য লড়ছি লড়ব।