|
---|
নূর আহামেদ,মেমারি : গত ৬ জুন রাত ১টা থেকে ১টা ৩০ নাগাদ এক মদ্যপ ব্যক্তি ষ্টেশনে থাকা এক দৃষ্টিহীন ৭০ বছরের বৃদ্ধার শরীরের চাদর খুলে দিয়ে ঘুমন্ত অবস্থায় তার গলা টিপে ধরে। এমনিতেই মাঝ রাত তার উপর দীর্ঘ ৩ মাসের লকডাউনের ফাঁকা রেলওয়ে ষ্টেশনে কয়েকজন পথবাসী ঘুমে আচ্ছন্ন ছিল। ব্যক্তিটি যেভাবে তার গলা টিপে ধরেছিল চিৎকার করে কাউকে ডাকার ক্ষমতা ছিল না। তার পর তাকে জোড় করে টানতে টানতে প্লাটফর্মের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা মালগারি অন্যপাশে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করার পর তাকে আবার যেখান থেকে নিয়ে গিয়েছিল সেখানে রেখে চলে যায়। তখন রাত প্রায় ৩-৩০ টা হবে কারণ কিছুক্ষণ পরই ভোরের আযান শুনতে পান তিনি। উক্ত ব্যক্তি যাবার সময় বলে যায় যে, কাউকে জানালে তার শাড়ী দিয়েই গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে দেবে। অসহায় বৃদ্ধা পরের দিন সকালে আরপিএফ কে জানালে তিনি ষ্টেশনে থাকা অন্য বৃদ্ধদের দেখভাল করার জন্য বলে যান। অথচ প্রশাননের কাছে কোন আইনি ব্যবস্থা গ্রহণ করেনি।
গত ১৭ জুন এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ও এক কংগ্রেস নেতাপ তৎপরতায় বর্ধমান রেল পুলিশকে জানানাের পর কিছুক্ষণের মধ্যেই মেমারি ষ্টেশনে এসে উক্ত স্বেচ্ছাসেবী সংস্থার লিখিত অভিযোগের ভিত্তিতে ও বৃদ্ধার জবানবন্দী নিয়ে তাকে বর্ধমান নিয়ে যাওয়া হয়। আজ তাকে ১৬৪ ধারায় বর্ধমান কোর্টে জবানবন্দী নিয়ে মেডিকেল টেষ্টের জন্য পাঠানো হয়। এলাকার মানুষের অভিযোগ প্রায় ১৪দিন পর এই ঘটনা সামনে এলো শুধুমাত্র প্রশাসনিক গাফিলতির কারণে।এলাকার মানুষের দাবী খুব শীঘ্রই অপরাধীকে ধরে শাস্তি দেওয়া হোক। তার সাথে নির্যাতিতার মহিলার থাকা খাওয়ার বন্দোবস্ত রেল কতৃপক্ষকে নিতে হবে।