গোষ্ঠীদ্বন্দ্বের রোষে বিএ.এস.এফ কর্মীর জেল, তার পরিবারকে নির্যাতন ও হুমকি শাসকদলের

নিশির কুমার হাজরা, বীরভূম: লাভপুর ব্লকের বিপপুটীকুরী গ্ৰাম পঞ্চায়েতের আমনাহার গ্ৰামে তৃণমূলের নিজের মধ্যে গোষ্ঠী দগ্ধ হওয়ার ফলে গ্ৰামের এক বি.এস.অফ কর্মী কালিচরণ হাঁসদা কে পুলিশ দিয়ে মিথ্যা মামলার আসামী করে কালিচরণকে জেলে পুরে দেই শাসকদলের নেতৃত্ব।

    তাই বিপদের দিনে পরিবারের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার ওই বি.এস.অফ কর্মীর বাড়িতে দেখা করতে যান বীরভূম জেলার বিজেপি সভাপতি মাননীয় শ্যামাপদ মন্ডল। সঙ্গে ছিলেন আরও বিজেপি নেতা ও কর্মীরা। ওই পরিবারের মহিলাদের অভিযোগ, বিনা দোষে মিথ্যা কেস দিয়ে আমাদের লোককে জেলে পাঠাল। রাতের অন্ধকারে তৃনমূলের নেতারা নানা নির্যাতন ও হুমকি দিয়ে বলছে আমরা যেন কেসে না লড়ি। ওই পরিবারের মহিলারা ও এলাকাবাসী শ্যামাপদ বাবুকে সাধুবাদ জানিয়েছেন বলে জানা গেছে।

    প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূম জেলার লাভপুর ব্লকের বিপপুটীকুরী গ্ৰাম পঞ্চায়েতের এলাকায় যে বোমা বাজী হয়েছিল শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে। সেই বোমাবাজির কারণ ওই বি.এস.এফ পুলিশ অন্যান্য মানুষকে বলার অপরাধে আজ তাকে মিথ্যা কেসে জেলে ঢুকতে হলো।

    শুধু বীরভূম জেলা নয়, পশ্চিমবঙ্গ রাজ্যের জেলায় জেলায় যতগুলি মিথ্যা মামলা চাপানো হয়েছে তার নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি। একটাই কারণ শাসক দল তাদের কাজের মনমত কাউকে না পেলে তাকে মিথ্যা কেসে জেলে ঢুকানোর ব্যবস্থা পাকা করে রেখেছেন। এ কথা সর্ব সাধারন মানুষ এবং ভোটাররা আজ বুঝতে পারছেন জেনে সচেতন মানুষ আজ আপন পীঠ বাঁচাতে তৎপর হয়ে উঠেছে।