|
---|
জাকির হোসেন সেখ, নতুন গতি, ১৯ জুলাই, পাথরপ্রতিমা:
বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী মিলে স্নান করতে নেমেছিলেন নিজেদের পুকুরে। শ্রাবন্তী মন্ডলের হঠাৎই নজরে আসে আস্ত একটা কুমির। প্রথমে হতচকিত হলেও সামলে নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে গ্রামের মানুষ ছুটে আসে। জোরালো সব টর্চের আলো ফেলে দেখা যায় সত্যিই কুমির। এমনই ঘটনা ঘটেছে পাথরপ্রতিমা থানার কুয়েমুড়ি এলাকায়। রাতেই পাথরপ্রতিমার রামগঙ্গা রেঞ্জের আধিকারিকদের খবর দেয়া হয়। ঘটনাস্থলে এসে বনকর্মীরা প্রথমে কুমির ধরার বড় জাল নিয়ে পুকুরে নেমে পড়ে। কিন্তু কুমির তাতে বাগে না আসায় শেষে জেনেটার চালিয়ে, চারিদিক আলো ফেলে, কয়েক ঘন্টার চেষ্টায় কুমিরকে বাগে আনতে হয়। ধরা পড়ার পর দেখা যায় পুরো সাত ফুট লম্বা কুমির। আজ ভোররাতে পাথর প্রতিমার ভগবতীপুর কুমির প্রকল্পে কুমিরটিকে নিয়ে যাওয়া হয়। তারপর কিছু পরিক্ষা নিরিক্ষার পর সকাল দশটা নাগাদ ভগবতীপুর কুমির প্রকল্পে কুমিরটিকে ছেড়ে দেয়া হয়।