|
---|
মালদা: প্যাসেঞ্জার তোলাকে কেন্দ্র করে অটো এবং টোটো চালকের মারামারি। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। যদি ওপরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায় এদিন সকালে মঙ্গলবাড়ী রুটের একটি অটো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসে প্যাসেঞ্জার তুলছিল। বাধা দেয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে থাকা টোটো চালকরা। এই নিয়ে দুই পক্ষের তর্ক বিতর্ক শুরু হয়। তর্ক বিতর্ক চলতে থাকার মধ্যেই শুরু হয় মারামারি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে। ছুটে আসেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য ব্যবসায়ী চালক এবং রোগীর আত্মীয়রা। জানা যায় পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।