বীরভূমের বাবুইজোড় পঞ্চায়েত ও স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে রক্ত দান শিবির

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: “রক্ত দান মহৎ দান,এই দান ই বাঁচাতে পারে অন্যের প্রান”। হ্যাঁ,এই কথাটা সম্বল করে, অন্যের জীবন বাঁচানোর প্রচেষ্টার জন্য এগিয়ে এলো বীরভূম জেলার বাবুইজোড় গ্রাম পঞ্চায়েত এবং সহযোগিতায় অজ্ঞাঅজ্ঞি ভাবে জড়িয়ে বিভিন্ন সমাজ সেবা মুলক কাজের দিশারী “কদমডাঙ্গা আস্থা সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি”।আজ ১৬ অক্টোবর বাবুইজোড় গ্রাম পঞ্চায়েতের মিটিং হলে দুজন মহিলা সহ মোট একত্রিশ জন রক্ত দান করেন। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে টিম এসে রক্ত সংগ্রহ করে।বাবুইজোড় গ্রাম পঞ্চায়েত ও স্বেচ্ছাসেবী সংস্থার মহতি উদ্যোগ সভায় উৎসাহ এবং পাশে থাকা তথা সমস্ত রকম সহযোগিতা করার বার্তা দিতে উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক উন্নয়ন আধিকারিক সঞ্জয় দাস, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের অবজারভার অরুন চক্রবর্তী, ব্লক যুব আধিকারিক,ব্লক ল্যান্ড এন্ড রেভিনিউ অফিসার এবং সর্বোপরি বাবুইজোড় গ্রাম পঞ্চায়েত প্রধান। রক্ত দাতাদের হাতে শংশাপত্র তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিবর্গ। কদমডাঙ্গা আস্থা সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্নধার তথা শিক্ষক আব্দুর রহমান এক সাক্ষাৎকারে জানান “রক্ত দিতে মিথ্যে ভয়, রক্ত দিলে আবার হয়”- এই শ্লোগানের মাধ্যমে যুব সমাজের ভীতি প্রদর্শন দূর করে থ্যালাসেমিয়া বা দূর্ঘটনা় কবলিত ব্যক্তিদের সাহায্যার্থে তথা ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি নিরসনের এ এক প্রয়াস।