|
---|
ফজল-এ-এলাহী- মুর্শিদাবাদের আলীনগরের হায়াত মেডিকেযার ও আলে ফাউন্ডেশনের এর যৌথ উদ্যগে সম্পূর্ণ হলো বিনামূল্যে স্বাস্থ্য শিবির পরীক্ষা। সুতি-2এর অন্তর্গত বাহগলপুর গ্রামের হোলি মডেল চাইল্ড স্কুলে এই শিবিরের আয়োজন করা হয় । উক্ত শিবিরে প্রায় 1200এর বেশি রুগির চিকিত্সা করা হয়, চোখ,নাক,কান,গলা,হাড়,শিরা,মহিলা ও শিশু সহ ইত্যাদির বিশেষজ্ঞ ডাক্তাররা বাবুদের দ্বারা।
শিবিরে সমস্ত ঔষধ ফ্রি তে দেওয়া হয় ।এছাড়া রক্ত পরীক্ষা,ই সি জি,প্রেসারের চেকআপ ইত্যাদির পরিক্ষাও ফ্রি তেও করা হয় । সমস্ত অপরেশন ও পি ডি সহ চোখের ছানি অপারেশন বিনামূল্যে করারও ব্যবস্থা করা হয় । এছাড়াও সমস্ত প্যাথলজিক্যাল টেস্ট এও 50% পর্যন্ত ছাড় দেয়া হবে এই রুগিদের এই বিষয়ে জানান উদ্যোক্তারা । এখানে উপস্থিত ছিলেন আলিনগরের বি এম ও এইচ, ফ্রি চিকিত্সা শিবিরের পরিচালনার দায়িত্তে ছিলেন হায়াত মেডিকেয়ার এর এইচ আর মুহম্মদ নজরুল ইসলাম