“শান্তিপুর কলেজ মাঠে আট দলের এক দিবশীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের সূচনায় বিধায়ক অরিন্দম ভট্টাচার্য

শরিফুল ইসলাম, শান্তিপুর , নতুন গতি : আনন্দঘন পরিবেশে খোলা মনে ভালোবাসা অথবা স্ট্রেট ফরোয়ার্ড বিপক্ষ শিবিরে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া — দৃশ্যত একই কায়দায় মাঝ মাঠ দাঁড়িয়ে খেলোয়াড় দের হাসি মুখে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা এবং দক্ষিণ পদ চালনা করে পায়ের বল মাঠের শেষ প্রান্তে পৌঁছে দিয়ে এক দিবশীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের সূচনা করলেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য।

    বুধবার , শান্তিপুর কলেজ মাঠে এক দিবশীয় আট দলের নক আউট ফুটবল টুর্নামেন্টের শুরুয়াতের মেজাজটাই ছিল অন্যরকম । খুব সকাল থেকেই আয়োজনের কোনো ত্রুটি ছিল না । স্টেজ রেডি টু প্লে, প্লে টু প্রাইজ ডিস্ট্রিবিউশন সবটাই বিধায়কের তত্ত্বাবধানে সম্পন্ন ।

    আট দলের এই টুর্নামেন্টের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয় জি আই রিজার্ভ এবং রানার্স বেড়পাড়া মুসলিম ইউনিয়ন ক্লাব। শান্তিপুরের অজস্র ক্রীড়ামোদী দর্শকদের মধ্য উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করা এবং টুর্নামেন্ট উপভোগ ও জয়ী ক্লাবের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য সহ বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্বমোহন প্রামানিক, জননেতা তথা শিক্ষক কুমারেশ চক্রবর্তী, দীপঙ্কর চ্যাটার্জি ইয়ার আলী মল্লিক প্রমুখ।