প্রতিবন্ধী সহ একাধিক মানুষের পরিষেবা প্রদান করলেন মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল হাসপাতাল

বাবলু হাসান লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা: ইয়াসে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় , বিভিন্নভাবে মানবিকতার নজির গড়েছেন প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হাসপাতাল মানিকতলা ও চট্টা কালিকাপুর হাজী আব্দুল সালাম সাহেব। কোথাও বা শুকনো খাবার কোথাও বা রান্না করা খাবার, মেডিকেল ক্যাম্প সহ একাধিক পরিষেবা তুলে দিয়েছেন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ার,ক্যাসার, ট্রাইসাইকেল,সহ একাধিক উপকরণ । উত্তর,দক্ষিণ চব্বিশ পরগনার ও মেদিনীপুর ১০০০০ দশ হাজারের অধিক মানুষের পরিষেবা দিয়েছেন ।

    আজ কুলতলির কবি নজরুল স্মৃতি সংঘের উদ্যোগে মেডিকেল ক্যাম্প সহ একাধিক অনুষ্ঠানে কুলতলি বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তি বর্গের উপস্থিতে প্রতিবন্ধী দের প্রয়োজনীয় সরঞ্জাম অসহায় ব্যক্তি দের ত্রাণ তুলে দিলেন। এলাকার মানুষ এই মুহূর্তের পরিষেবা পেয়ে বেজায় খুশি ।