|
---|
সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর: মানবিক সংস্থান ও সান্টাফোকিয়া অ্যাথলেটিক ক্লাবের যৌথ উদ্যোগে বিশ্বশিশু দিবস উপলক্ষে মেদিনীপুর শহর সান্টাফোকিয়া ক্লাব প্রাঙ্গনে রক্তদান শিবির ও দুস্থ শিশুদের শীত ব্স্ত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
এদিন রক্তদান শিবিরে মোট দান ১১ জন মহিলা সহ ৪০ জন রক্তদাতা রক্তদান করেন। উল্লেখ্য, এদিন রক্তদান শিবিরে ১৫ জন প্রথম রক্তদাতা রক্তদান করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক কেম্পাহোনাইয়আ , মেদিনীপুর ভলেন্টারী ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক জয়ন্ত মুখার্জি, শহরের বিশিষ্ট চিকিৎসক প্রতীপ তরফদার, প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী সহবিশিষ্টরা।
এছাড়াও এদিন দ্বিতীয় পর্যায়ে মোট ২০০ দুঃস্থ শিশুর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। সঞ্চালনা করেন দুই সংস্থার সম্পাদক গৌরিশঙ্কর সরকার ও অনুপম রায়।