সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীর সাথে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির জঙ্গিপুরে

আব্দুস সামাদ জঙ্গিপুর: কথায় আছে, ‘সাবধানের মার নেই’, কিংবা, ‘যে সয় সে রয়। অর্থাৎ বহুদিন জীবনপথ অতিক্রম করতে হলে পথ পরিক্রমাটাও সাবধানে ও যথাযথভাবে করা উচিত। পথে যে সাবধানে চলে সেই পথের প্রান্তে পৌঁছতে পারে, রচিত হতে পারে পথের পাঁচালি।

    কিন্তু এই যান্ত্রিক, বস্তুবাদী জীবনে সেই বােধ ও নৈতিকতার বড়ই অভাব। তাই পথ চলতে চলতে পথেই হারিয়ে যায় অনেক জীবন। যে জীবন মহার্ঘ তাকে এত অবহেলা করা হয় পথের মধ্যেই।

    ইতিমধ্যে পশ্চিমবঙ্গে এই অভিযান পথ নিরাপত্তাকে ও দুর্ঘটনার প্রকৃতিকে কমিয়ে দিতে পেরেছে।
    অতি সম্প্রতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সর্বত্র এই স্লোগান বাস্তবায়িত করার জন্য প্রচার করেছেন—“Safe drive save life’।

    পথ নিরাপত্তা সম্পর্কে সংশ্লিষ্ট মানুষদের অবহিত করতে, সংশ্লিষ্ট আধিকারিকদের কাজে লাগিয়ে যে কর্মসূচি ২০১৬ সালে গ্রহণ করেছেন, তা অবশ্যই প্রশংসনীয়। পথ নিরাপত্তা আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ বিষয়।

    তেমনি জঙ্গীপুর পুলিশ জেলার উদ্যোগে ও সুতি থানার সহযোগিতায় অনুষ্ঠিত হলো সেফ ড্রাইভ এবং সেভ লাইফ কর্মসূচী ও তার সাথে সাথেই একই দিনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ও করেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ওয়াই রঘুভমশি ।

    এদিন সুতি থানার 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মহেশাইল মোড়ে বাইক আরোহীদের হেলমেট বিতরনের মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হয় জনসাধারণ কে এবং স্হানীয় মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন ও করা হয়। চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন জঙ্গীপুর পুলিশ জেলার সুপার ওয়াই রঘুভমশি। এছাড়া উপস্থিত ছিলেন সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস, Add, SP মীর সাকির আলি, জঙ্গীপুর জেলার ট্রাফিক DSP আব্দুল কায়ুম আলি ও সুতি থানার OC বিপ্লব কর্মকার সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও এলাকার বিশিষ্ট জনেরা।