রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে সফল জটিল অস্ত্রোপচার

মইদুল ইসলাম, বীরভূম –

    রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে জটিল অস্ত্রোপচার হল বৃহস্পতিবার। বীরভূম লাগোয়া ঝারখন্ডের ধমকাপাড়া পঞ্চায়েতের ঘনশ্যামপুর গ্রামের পঞ্চম শ্রেনির ছাত্রী সমু মাল মাঠে ঘাস কাটতে গিয়ে, কোনভাবে সে পড়ে যায় এবং তার হাতে থাকা কাস্তে টি তার গালে ঢুকে যায় এবং মুখমন্ডল দিয়ে বেরিয়ে আসে।
    সঙ্গে সঙ্গে তাকে আনা হয় রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে তাড়াতাড়ি তার অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়, এবং সফল ভাবে তার মুখমন্ডল থেকে কাস্তে টি বেড় করা হয়। আপাতত মেয়েটি সুস্থ, তবে আরো কিছু পরীক্ষা করার দরকার আছে বলে জানান রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক। রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে এই রকম জটিল অস্ত্রোপচারে এলাকা বাসী খুব খুশি, কারন এতদিন জটিল কোন অস্ত্রোপচারে সবাই কে বর্ধমান ছুটতে হত। রামপুরহাট মহাকুমার এবং বীরভূম লাগোয়া ঝারখন্ডের অনেক এলাকার মানুষদের এই হাসপাতালের উপর নির্ভলশীল। তাই এরকম অস্ত্রোপচারে সভাবতই খুশি এলাকাবাসী।