|
---|
শরিফুল ইসলাম, শান্তিপুর : দূরাগত বর্ষার এক বৃষ্টি স্নাত সন্ধ্যায়, উত্তাপ মুখর খরদূপুর এড়িয়ে শান্তিপুর বাঁশরীর উদ্যোগে সুরের উৎসবে মেতে উঠলো উৎসব মুখর শান্তিপুরের শহরবাসি l
প্রয়াত সংগীত স্রস্টা রাহুলদেব বর্মনের উনআশীতম জন্মদিন উপলক্ষ্যে ‘বাঁশরীর’ পরিচালনায় আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর শান্তিপুর পাবলিক লাইব্রেরি মঞ্চে মূলত শান্তিপুরের শিল্পীদের নিয়ে শুরু হয় এক মনোগ্রাহী সংগীত সন্ধ্যা l
অনুষ্ঠানে সংস্থার সদস্য শিল্পী বৃন্দ ও শান্তিপুরের বিভিন্ন শিল্পীগণ রাহুলজির লিখিত, সূরারোপিত ও কণ্ঠের অজস্রগান গেয়ে প্রয়াত প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন l
একই মঞ্চে অনুষ্ঠান চলবে আগামীকালও l তবে তা সম্পূর্ণ ভাবেই বহিরাগত শিল্পী সমন্বয়ে l অনুষ্ঠান শুরু হবে বৈকাল পাঁচটায় l আমন্ত্রণ সকলের l
সুরসম্রাট পঞ্চমদার জন্মদিন পালন পঞ্চম বর্ষে পদার্পন করছে এ-বছর ‘বাঁশরী, জানালেন সংগঠনের সভাপতি শান্তিপুরের বিশিষ্ট সংগীত শিল্পী সুদীপ সেনগুপ্ত l
গোটা বিশ্বের সঙ্গে স্বাভাবিক ভাবেই অধিকাংশ শান্তিপুরবাসি যখন টিভির স্ক্রিন কামরে বিশ্ব কাপে দর্শনে ব্যাস্ত, শান্তিপুর পাবলিক লাইব্রেরি দর্শকাসন পূর্ণ দেখে আজ মনে হয় শান্তিপুর যেন আজ সুরের ভুবনে বাঁধা পরে গেছে l