রাজনগর গৌরীবাগানে হস্ত শিল্পের প্রশিক্ষণে খুশি তরুণী ও যুবতীরা

মহঃ সফিউল আলম , রাজনগর :

    বীরভূম জেলার রাজনগর ব্লক ও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গৌরীবাগান গ্রামের শিশু শিক্ষা কেন্দ্রে শুরু হওয়া হস্ত শিল্প তথা কাঁথা স্টিচের প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে এলাকার একাধিক তরুণী ও যুবতীর ৷ নেহেরু যুব কেন্দ্র , বীরভূম এর উদ্যোগে ও রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের ব্যবস্থাপনায় এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা ৷ তিন মাসের এই প্রশিক্ষণ চলবে আগামী ফেব্রুয়ারী পর্যন্ত ৷

    আজ বৃহস্পতিবার বিকেলে গিয়ে লক্ষ্য করা যায় , শিক্ষিকা ঝুম্পা দত্তর কাছে হাতে কলমে কাপড়ের উপর রঙীন সুতোয় হস্ত শিল্পের কাজ শিখছেন তারা ৷ কয়েকটি প্রশ্নের উত্তরে তারা জানান , বেশ কিছু হাতের কাজ আমরা শিখতে পেরে বেশ ভালো লাগছে ৷ এর মাধ্যমে আমরা স্বনির্ভর হতে পারব ও অর্থ রোজগার করতে পারব ৷তারা ধন্যবাদ জানান উদ্যোক্তা ও ব্যবস্থাপকদের ৷আজ মহিলাদের এই প্রশিক্ষণের কাজ দেখার জন্য হাজির হন গ্রাম সহায় কেন্দ্রের সম্পাদক প্রভাত দত্ত , নেহেরু যুব কেন্দ্রের তরফে এন ওয়াই ভি নৃপেন্দ্রনাথ সৌ , শিক্ষিকা ও সংগীত শিল্পী মমতা দত্ত প্রমুখ ৷সংবাদ মাধ্যম প্রতিনিধি রুপে হাজির ছিলাম আমরাও ৷প্রশিক্ষণরত যুবতীরা জানান , এই প্রশিক্ষণ নিয়ে আগামী দিনে তারা আরও অনেককে একই ভাবে হস্ত শিল্পের মাধ্যমে স্বনির্ভর করার প্রচেষ্টা চালাবেন ৷স্থানীয় বাসিন্দারা এমন শুভ প্রয়াসকে স্বাগত জানান ৷