মহিলারা রক্তদানে এগিয়ে সাগরদিঘীর উলাডাঙ্গায়

রহমতুল্লাহ, সাগরদিঘী : ফুটবে হাসি বাঁচবে প্রাণ করলে তুমি রক্তদান। সত্যি সাগরদিঘীর বুকে যেভাবে রক্তদান শিবিরের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে তা চোখে দেখার মত। এদিন সাগরদিঘীর কাবিলপুর এবং বালিয়ার মধ্যবর্তী এলাকা দামোস বিলের চরে অবস্থিত উলাডাঙ্গা এলাকায় বিমামূল্যে রক্তের গ্ৰুপ টেস্ট এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। সাগরদিঘীর স্বেচ্ছাসেবী সংগঠন তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এবং উলাডাঙ্গা নবোদয় ও স্বামীজি সংঘের যৌথ উদ্যোগে। এদিন শিবিরে মহিলাদের রক্তদান ছিল চোখে পড়ার মতো। যেমন সেলিনা বিবি, আজমীরা বিবি, জোহরা বিবি, মানসুরা খাতুন, তাজমরা বিবি প্ৰমুখ সকলেরই বয়স ৫০ এর উর্ধে। এদের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও ছিল তিন জন। শিবিরে তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি ইফতিকার আলম জানান ৬২ জন রক্ত দাতার মধ্যে মেয়েদের সংখ্যা ২০ জন।এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সাগরদিঘী থানার এস.আই. অরিন্দম সেন, কাবিলপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, এ. এম. শামিম, শব্দর আলী, ওবাইদুর রহমান, এম. ডি. সুজাউদ্দিন, মনিরুল ইসলাম, তুষার আবেদীন, মর্জেম হোসেন, হুমায়ুন কবির, প্ৰমুখ। মজিবুর রহমান তার বক্তব্যে বলেন রক্ত কোন কলকারখানায় তৈরি হয়না সুতরাং রক্তদান জীবন দান,

    সাগরদিঘীতে যেভাবে প্রতিদিন রক্তদান শিবিরের সংখ্যা বেড়ে চলেছে তা অন্য কোন জায়গায় হয় না। এরকম একটা পিছিয়ে পড়া একটি গ্রাম উলাডাঙ্গা থেকে যেভাবে মহিলার রক্তদানে এগিয়ে এসেছে তা সত্যি একটা গর্বের ব্যাপার। এদিনের এই প্রথম শিবিরে উলাডাঙ্গা বাসীর সহযোগিতা উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।