রাঢ় বাংলা লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হল দিঘল গ্রামে

লুতুব আলি : রাঢ বাংলা লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হল বাঁকুড়ার দিঘল গ্রামে। এই মেলার উদ্বোধন করেন বিষ্ণুপুর এসডিপিও কুতুব উদ্দিন খান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন দীঘল গ্রাম বকুল কালচারাল ও সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক তপন কুমার দে। এই স্বেচ্ছাসেবী সংস্থা টি নিরন্তর প্রয়াস ঘটিয়ে এলাকায় নজির সৃষ্টি করেছেন বলে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ভুয়সী প্রশংসা করেন। ১৯ থেকে ২১ মার্চ এই মেলাটি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুখী পুলিশের সার্কেল ইন্সপেক্টর গৌতম তালুকদার, ইন্দাস থানার ভারপ্রাপ্ত ওসি সোমনাথ পাল, দীঘল গ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান সোনামণি রায়, পূর্ব বর্ধমান জিলা পরিষদ সদস্য অপার্থিব ইসলাম ও বিশ্বনাথ রায়, বিশিষ্ট গবেষক ড. সর্বজিত যশ প্রমুখ। মেলা উপলক্ষে সান্ধ্যকালীন অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও নদীয়ার পুতুল নাচ, খাতরার ঝুমুর গান, কাটোয়ার ধানু ধীবর সম্প্রদায়ের বাউল গান দর্শক শ্রোতাদের মন জয় করে। দীঘলগ্রাম বকুল কালচারাল ও সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক তপন কুমার দে জানান, এই লিটল ম্যাগাজিন মেলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। এই মেলায় লেখক কবিরা একটি প্ল্যাটফর্মের আশ্রয় পেয়েছেন।এখানকার সভাপতি দীপক দলুই ছাড়াও সুবীর কুমার নন্দী, অরুণ ব্যানার্জি, সঞ্জীব দলুই, সঞ্জয় পাঁজা, হিমাংশু সামন্ত, ড. প্রসেনজিৎ সরকার প্রমুখ ওরা এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে এই বকুল স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পাশে এসে দাঁড়িয়েছে কলকাতা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার এর সহযোগিতায় গত ৩০ বছর ধরে বিবেকানন্দ ও যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। অপরদিকে এখানে অনুপমা দেবী অবৈতনিক শিক্ষা নিকেতন বিনা ব্যয়ে ফ্রি কোচিং সেন্টার চলে। প্রয়াত অনুপমা দেবীর নিকটাত্মীয় দিল্লিতে থেকে এই কোচিং সেন্টারটি সমস্ত ব্যয় ভার বহন করেন। প্রয়াত অনুপমা দেবীর নিকটাত্মীয় সুবীর কুমার নন্দী দিল্লিতে থেকে এই কোচিং সেন্টারটি সমস্ত ব্যয় ভার বহন করেন।