বড়সড় বেআইনি আগ্নেয়াস্ত্র কারখানার হদিশ মিলল হলদিয়ায়

বড়সড় বেআইনি আগ্নেয়াস্ত্র কারখানার হদিশ মিলল হলদিয়ায়

    নিজস্ব প্রতিনিধি; হলদিয়াঃ সারা দেশের সাথে এ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা। কয়েকদিন আগে হাওড়ায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান মেলার পর এবার সন্ধান মিলল পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ভাগ্যবন্তপুরে।

    ভাগ্যবন্তপুরে একটা বাড়ি ভাড়া নিয়েই চলে আসছিল এই বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা। গোপন সূত্রে তল্লাশি চালিয়ে আজ ওই কারখানা থেকে ১০০টির মত অর্ধ সমাপ্ত বন্দুক উদ্ধার করে এসটিএফ ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

    সূত্রের খবর, কয়েকদিন আগে জাল নোট বিনিময় করে বেআইনি আগ্নেয়াস্ত্র কেনা-বেচার অভিযোগে ১৩ই জানুয়ারি কলকাতা এলাকার নারকেলডাঙা থেকে যে ৬ জন গ্রেফতার হয়েছিল, তাদের থেকেই হলদিয়াতে গজিয়ে ওঠা আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ মেলে।

    এরপর এসটিএফ এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ যৌথ তদন্তে নেমে আজ এই অভিযান চালায়। নতুন ভাবে কাউকে গ্রেফতার করা না গেলেও, বর্তমানে এই কারখানা সিল করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রের খবর।