|
---|
আসিফ আলম, মুর্শিদাবাদ:
মুর্শিদাবাদের বহরমপুর ব্রিজ পার হয়েই উত্তরপাড়া মোড়। দিনের বেশিরভাগ সময়ই এই মোড়ে যানজট লক্ষ্য করা যায়। প্রায় দুর্ঘটনা ঘটতে থাকে!আজকেও সেই রকম একটা ঘটনা ঘটে। বহরমপুর টু ফারাক্কা রুটে 34 নম্বর জাতীয় সড়কের উত্তরপাড়া ।
আজ 12 টার সময় বহরমপুর থেকে কান্দি যাওয়ার পথে একটি বাস উত্তরপাড়ার মোড়ে এক পথচারীকে ধাক্কা মারে!
ধাক্কায় তার কানের কাছ ফেটে যায় এবং নাক ও কান মুখ দিয়ে প্রচুর পরিমান রক্ত বের হতে থাকে ফলে সে ব্যাক্তি অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে বহরমপুর থেকে পুলিশ এসে তাকে হাসপাতালে ভর্তি নিয়ে যায়।
ঘটনার সঙ্গে সঙ্গে বাসের চালক ও কন্ডাক্টর ও খালাসি বাস ফেলে পালিয়ে যায়। পুলিশ বাসটিকে আটক করে।