হাসপাতালের বেড়ে শুয়ে জঙ্গিপুরবাসীকে বার্তা দিলেন তৃণমূল প্রার্থী, মন্ত্রী জাকির হােসেন

হাসপাতালের বেড়ে শুয়ে জঙ্গিপুরবাসীকে বার্তা দিলেন তৃণমূল প্রার্থী, মন্ত্রী জাকির হােসেন

     

     

    নতুন গতি নিউজ ডেস্ক: হাসপাতালের বেড়ে শুয়ে জঙ্গিপুরবাসীকে বার্তা দিলেন তৃণমূল প্রার্থী, মন্ত্রী জাকির হােসেন, ‘আপনারা কেউ ঘাবড়াবেন না। আপনাদের পাশি আছি। খুব তাড়াতাড়ি ফিরব। মনোনয়নপত্র দাখিল

    করব। কৃতজ্ঞতা জানালেন ফিরহাদ হাকিম, নির্মল মাজি ও SSKM হাসপাতালে চিকিৎসক ও নার্সদের।

     

    ১৭ ফ্রেরুয়ারি রাতের নিমতিতা স্টেশনে বিস্ফোরণ গুরুতর জখম হন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হােসেন। সেদিন রাতে কলকাতার আসার ট্রেন ধরার জন্য

    স্টেশনে অপেক্ষা করছিলেন তিনি। সঙ্গেগে ছিলেন দলের কর্মী- সমর্থক ও অনুগামীরা। ২ নম্বর প্ল্যাটফর্মে হামলার মুখে পড়েন জাকির।

     

    বিস্ফোরণের বাঁ পা-সহ শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় জাকির হােসেনকে প্রথমে নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। তারপর সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতার SSKM হাসপাতালে। এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি তিনি।

     

    কেন্দ্রে ফের জাকির হােসেনকেই প্রার্থী করেছে তৃণমূল। এদিন হাসপাতালের বেড়ে শুয়ে ভিডিও বার্তায় নিজের নির্বাচনী কেন্দ্রের মানুষ ও অনুগামীদের আশ্বস্ত করলেন তিনি। জাকির হােসেন বলেন, ‘আমার দাদা ফিরহাদ হাকিম বারবার খোঁজ নিয়েছেন। নির্মল মাজি বারবার খোঁজ নিয়েছেন। তাঁদের কাছে কৃতজ্ঞ। ডাক্তারদের এত ভালাে ব্যবহার, নার্সদের এত ভালাে ব্যবহার, এটা অকল্পনীয়। তাঁরা আমাকে খুব ভালােভাবে দেখেছে। মুখ্যমন্ত্রীর সবটাই করছেন, এটাকে কৃতজ্ঞতা বলব না। তিনি বাংলার মা, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হােন’।