|
---|
পবিত্র মাহে রামজান আল্লাহর মহান পরীক্ষা , পীরজাদা একেএম ফারহাদ
নতুন গতি , বারাসাত: পবিত্র রমজান শরিফের আলোয় আলোকিত হয়ে বিশ্ব মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা একমাস রোজা পালন করে থাকেন। সেই উপলক্ষে রোজার ইফতার সামগ্রী বিতরণ থেকে শুরু করে নানা ধরনের সমাজসেবামূলক কর্মসূচি পালন করে থাকে অনেক সংগঠন।
উল্লেখ্য , প্রত্যেক বছরের ন্যায় এবারও বাংলা বছরের ২২ শে চৈত্র উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত-২ ব্লকের আন্দুলিয়া জালালি বাগ দরবার শরীফে বাৎসরিক ঈসালে সওয়াব ও রোজার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বুধবার। দরবার শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ সাহেব জানান মোজাদ্দেদ জামান ফুরফুরা শরীফের মতাদর্শে পরিচালিত রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীর মরহুম একেএম হায়দার আলী আব্বা হুজুর প্রতিষ্ঠিত আন্দুলিয়া জালালি বাগ দরবার শরীফে প্রত্যেক বছরের ন্যায় এবারও ঈসালে সওয়াবের মধ্যে দিয়ে ধর্মপ্রাণ মানুষের কাছে শান্তি সম্প্রীতি ঐক্যের ডাক দেওয়া হয়। তিনি আরও জানান, রোজাদারদের জন্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এবং উক্ত অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ওয়াজ নসিহত করেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব সাহিম উদ্দিন সিদ্দিকী আলকোরাইশি ও মিনহাজ উদ্দিন সিদ্দিকী আলকোরাইশি, মাওঃ বাকি বিল্লাহ সহ পীরজাদা মাসুম বাখতেয়ারি, হাফেজ মোস্তাক আহমেদ, মিরাজুল কাদির, আলহাজ্ব রাকিবুল আজিজ বাখতেয়ারি, ইন্নাত আলি, আব্দুল্লাহ সানা, হাজী সোলেমান, মাওঃ সফিক মোজাফ্ফর সহ অন্যান্য বিশিষ্টজনেরা।