|
---|
দেবাশীষ পাল, মালদা: লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই আবারো ১৯ মে উপনির্বাচন। গতকাল তৃনমূল সুপ্রিমো তথা মমতা বন্দ্যোপাধ্যায় সিউড়িতে একটি নির্বাচনী জনসভায় বলেন, ২০১৬ সালে জয়ী বিধানসভা প্রার্থী দলত্যগ করে ছয় জায়গার মধ্যে চারটি জায়গায় আগামী ১৯ মে উপনির্বাচন সেই জায়গা গুলির তৃনমুল প্রার্থীর নাম জানিয়ে দিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী মদন মিত্র , হবিবপুরে তৃণমূলের প্রার্থী হচ্ছেন অমল কিস্কু, ইসলামপুরে আবদুল করিম চৌধুরি ও দার্জিলিঙে বিনয় তামাং। তৃনমুলের তরফে নাম ঘোষনার সাথে সাথে তৃনমুলের কর্মীরা অমল কিস্কুর হয়ে নেমে পড়েছেন। প্রচারে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। এদিকে মালদা জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলম বলেন হবিবপুরে আমাদের প্রার্থী হবেন রেজিনা মুর্মু। অন্য দিকে সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, গাজলের বাম আমলে দুবার বিধানসভা ভোটে জয়ী হয় এবার হবিবপুর থেকে লড়বে সাধু টুডু। কিন্তু এখন বিজেপির তরফে ধোয়াসা রয়েগেছে এখন ঠিক হয়নি তবে দুজনের নাম পাঠানো হয়েছে।