|
---|
শুভদীপ পতি; পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রাম মানেই মনে পড়ে সেই ২০০৬ সালে ঘটে যাওয়া রক্তাক্ত রাজনৈতিক কাহিনী। রাজ্য রাজনীতি সহ সারা বিশ্বের সংবাদমাধ্যমের কাছেও জায়গা করে নিয়েছিল নন্দীগ্রাম। নন্দীগ্রাম এলাকা জুড়ে আজও ঘরে ফেরেনি কিছু ঘরের ছেলে। ২০১১সালে রাজ্যে বিধানসভা নির্বাচনে সিপিআই(এম) পরাস্ত হওয়ার পর নন্দীগ্রাম চলে গিয়েছে তৃণমূলের রাজত্বে।
আর নন্দীগ্রামের মত রাজ্যের নামকরা দাপুটে মন্ত্রী শুভেন্দু অধিকারীর এলাকায় তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্করের প্রচার মিছিলকে ঘিরে আজ জন প্লাবন লক্ষ্য করা গিয়েছে নন্দীগ্রাম বাজারে অবস্থিত জানকিনাথ মন্দির, নন্দীগ্রাম বাজার, মহেষপুর, তেখালি, সোনাচূড়া সহ টেঙ্গুয়ার মত এলাকা জুড়ে।
বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর জানান, তাঁর আশার বাইরে ছিল আজ জনজোয়ার। তাঁর ভোট প্রচার মিছিল যে এভাবে জনপ্লাবনে ভাসবে, তা তিনি ভাবেননি। তিনি বলেন, সারা রাজ্যের সাথে নন্দীগ্রামের মানুষ শান্তি চায়। তাই তারা ঘর ছেড়ে আজকের প্রচার মিছিলে পা মিলিয়েছেন। সারা দেশ তথা রাজ্য সহ নন্দীগ্রামের জনগনও বিজেপি সরকারকেই প্রতিষ্ঠিত করার লক্ষ্য রেখেছেন।