|
---|
নতুন গতি নিউজ ডেক্স: গত ২৪ শে এপ্রিল শতাব্দী রায়ের সমর্থনে বীরভূমের সাঁইথিয়ার হরিসড়া গ্রাম পঞ্চায়েত একটি বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে। সেই বাইক মিছিলে এক তৃণমূল কর্মীকে দেখা যায় বন্দুক হাতে।ঘটনার পর তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে এলাকা নিরাপত্তা নিয়ে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন।বীরভূমের বেশিরভাগই বুথকে স্পর্শকাতর’ ঘোষণা করেছে কমিশন। তার ওপরে আবার বন্দুক নিয়ে দাপাদাপি।গত দুদিন ধরে বন্দুকধারী ওই তৃণমূল কর্মীর খোঁজ চালানোর পর বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই তৃণমূল কর্মীর নাম মেঘদূত মন্ডল, ওরফে লাল্টু। শুক্রবার তাকে সিউড়ি আদালতে তোলার কথা ।
24 শে এপ্রিল সেদিন সকালে ওই এলাকায় অঞ্চল সভাপতি প্রশান্ত মন্ডলের নেতৃত্বে শ’খানেক তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে বের হয় একটি বাইক মিছিল। সেই মিছিলে এক তৃণমূল কর্মী হাতে বন্দুক উঁচিয়ে এলাকা দাপিয়ে বেড়ায়, সন্ত্রাসের ঘটনা ঘটানোর অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি।
সেদিন ঘটনার কথা অঞ্চল সভাপতি প্রশান্ত মন্ডল প্রথমে অস্বীকার করলেও পরে তিনি জানিয়েছিলেন, “কর্মীর হাতে বন্দুক বা পিস্তল ছিল, তবে সেটা আসল নয় বাচ্চাদের খেলনার বন্দুক।” পরে প্রশাসনের তৎপরতায় গ্রেপ্তার হয় লালটু মন্ডল।