কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির উদ্যোগে রক্তদান শিবির

ফারুক আহমেদ : কল্যাণী বিশ্ববিদ্যালয় সাখার সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হয় বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি ২০২৪। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র হলে সকাল ১১টা থেকে এই শিবির চলে। সারা বাংলা তৃণমূল কংগ্রেসের শিক্ষা বন্ধু সমিতির কল্যাণী বিশ্ববিদ্যালয় সাখার সভাপতি অঞ্জন দত্ত জানান, এদিন ৮১ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট বিপ্লব দে, নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট দেবাশিস গাঙ্গুলি, রাজ্য প্রথমিক শিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট অধ্যাপক গৌতম পাল, কল্যাণী পৌরসভার চেয়ারম্যান সহ সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধুর রাজ্য সম্পাদক বিনয় সিং এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব উপস্থিত ছিলেন। রাজ্য ওয়েবকুপার নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন তৃণমূল কংগ্রেসের নদীয়া জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলি। এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, আধিকারিক, শিক্ষাকর্মীদের অফুরন্ত সহয়োগিতা দেখা গেছে যার ফলে এই উদ্যোগ বিশেষ দাগ কাটেছে। এই আশা প্রকাশ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নিউজ লেটার ইনচার্জ ও গবেষক ফারুক আহমেদ। শিক্ষা বন্ধুদের মধ্যে এই শিবিরকে সফল করার জন্য মহতী উদ্যোগ লক্ষ্য করা গেছে।