|
---|
সেখ আব্দুল আজিম, চন্ডীতলা : হুগলি ২৭ ও২৮ এ ফেব্রুয়ারি ২০২৪ মাদ্রাসা আসহাবুস সুফফায় ইসলামিক জলসা তৎসহ হজ্ব প্রশিক্ষণ শিবির ও নবাগত ২৩ জন কোরআনে হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠান নজর কাড়ে সকলের। ২৭ শে ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত মাদ্রাসার ছাত্রদের মুসাবাতুল কোরআন প্রতিযোগিতা বাদ মাগরিব এলাকার পার্শ্ববর্তী হাফেজ ও ইমামদের সাথে এছাড় ওলামা গণের সঙ্গে ছাত্রদের দ্বীনি ও ইসলামী তারাবিরিয়াত বয়ান অনুষ্ঠিত হয়। ২৮ ফেব্রুয়ারি হজ প্রশিক্ষণ শিবির ও অতিথিবরণ এবং ২৩ জন উক্ত মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি পীরজাদা ত্বহা সিদ্দিকী সাহেবকে পুষ্পস্তক এবং জুব্বা পরিয়ে সম্মান প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার ও ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম ছাড়াও সমাজসেবী কাজল শেখ বীরভূম ও চন্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মোশারফ আলী ছাড়াও কুমির মোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম এবং এলাকার বিশিষ্ট গুণীজনেরা। সকল অতিথিদের ব্যাচ ও পুষ্পস্তক সম্মান প্রদান করা হয়। আমন্ত্রিত অতিথিগণ ভীষণ আপ্লুত পাশাপাশি এলাকায় সাধারণ মানুষ জানালেন উক্ত মাদ্রাসা আসহাবুস সুফফা একের পর এক ধাপ এগিয়ে চলেছে ইনশাআল্লাহ একদিন মাদ্রাসার পশ্চিমবঙ্গের মডেল হবে। মাদ্রাসা আসহাবুস সুফফায় সভাপতি শেখ সুলতান মণ্ডল ও সম্পাদক মুফতি আব্দুর রব জানালেন দুইদিন অনুষ্ঠান আল্লাহ রহমতে ভালো ভাবে শেষ হয়। যারা পাগড়ি পেয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত পাগড়ি পেয়ে বাড়ি চলে যাচ্ছেন আল্লাহ পাকের কাছে দুয়া করি উচ্চশিক্ষায় শিক্ষিত হবেন। আখেরি মোনাজাত করেন পীরজাদা ত্বহা সিদ্দিকী।