রাজনগরের তাঁতিপাড়া পঞ্চায়েতে বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ ব্যানার্জির স্মরণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

    খান আরশাদ, বীরভূম :

    রাজনগরের তাঁতীপাড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ ব্যানার্জির স্মরণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হলো। তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুক্তিপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ ব্যানার্জি ২৮ শে ডিসেম্বর ২০২৩ – এ প্রয়াত হন।

     


    তাঁর স্মরনে আজ শুক্রবার এই শিবির আয়োজিত হলো। তাঁতীপাড়া গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এবং সিউড়ি A.K. আই ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে এই শিবির আয়োজিত হয়। এলাকার প্রায় ৩০০ জন দুস্থ মানুষ তাদের নিজেদের চক্ষু পরীক্ষা করান এই শিবিরে। চক্ষু পরীক্ষার পাশাপাশি ওষুধ বিতরণও করা হয় রোগীদের। যাদের অপারেশনের প্রয়োজন হবে পরবর্তীতে তাদের বিনামূল্যে অপারেশনের সমস্ত ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।

    আজ এই শিবিরের উদ্বোধন করেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু। অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চিত্রলেখা রায়, তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান লতিকা সূত্রধর, প্রাক্তন প্রধান মলয় রায়, সমাজসেবী সৌমিত্র সিংহ, কৌশিক মন্ডল, প্রয়াত বিদ্যুৎ ব্যানার্জীর পুত্র প্রদীপ ব্যানার্জি সহ অন্যান্যরা।