বর্তমানে অণু পরিবারের যুগে মুঠো ফোনে বন্দি

নিজস্ব প্রতিবেদক:- জীবন গড়ার প্রথম পাঠ, শিশুর চাই খেলার মাঠ। বর্তমানে অণু পরিবারের যুগে মুঠো ফোনে বন্দি শিশুরা। চাকরি করা বাবা মা’রাও সন্তানের আবদার মেটাতে কিংবা শিশুর কাজের ঝক্কি কমাতে নিজেদের অজান্তেই বাচ্চার হাতে তুলে দেন মোবাইল। কিন্তু বিজ্ঞান বলে, একটি শিশুর শিক্ষার প্রথম পাঠ দেয় তার চারপাশের পরিবেশ ও প্রকৃতি। বাচ্চা, নাচ -গান- খেলার মাধ্যমে শিখবে জীবনের শিক্ষা। আর এই গুরুত্বপূর্ণ কাজটি বহুদিন থেকে করে আসছে কান্দির রূপপুর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সব পেয়েছির আসর। কোভিড মহামারি পরিস্থিতি কাটিয়ে জীবন তার স্বাভাবিক ছন্দে ফিরতেই, বর্ষবরণে মেতে উঠল রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সব পেয়েছির আসরের ছোট্ট শিশুরা। এই সব পেয়েছির আসরের বার্ষিক অনুষ্ঠানে শিশুরাই তাদের শিল্পকলা প্রদর্শনের মধ্যে দিয়ে বর্ষবরণ করল । এদিন ব্রতচারী, নাটক, নাচ, ছৌ নাচ, পাঞ্জাবী নৃত্য, সমবেত নৃত্য, মুকাভিনয়, যোগ ব্যায়াম সহ দেশের বিভিন্ন আঞ্চলিক নাচ ও গান পরিবেশন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের কান্দি রূপপুর কেদারনাথ পৌর প্রাথমিক বিদ্যালয়ে সব পেয়েছির আসরের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সুচনা করা হয়। উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক, আসরের সভাপতি প্রদীপ মাঝি সহ বিশিষ্ট ব্যক্তিরা। রূপপুরের এই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সব পেয়েছির আসরে প্রতিদিন বিকেলে খেলা ধুলো প্রশিক্ষণ সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রশিক্ষণ দেওয়া হয়। সর্ব ভারতীয় শিশু সংগঠন সব পেয়েছির আসরের শাখা সংগঠন, রূপপুর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সব পেয়েছির আসরের ব্যবস্থাপনায় প্রতি বছরই বর্ষ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। মহামারীর ভীতি আর দীর্ঘ লকডাউনে থাকা অবসন্ন মন নিয়ে সাধারণ মানুষ, একটু তাজা শ্বাস নিতে ভিড় জমিয়েছিলেন এই অনুষ্ঠান দেখতে। মোবাইল ফোনের আসক্তি কাটিয়ে ছোট্ট শিশুরাও যাতে খেলার মাঠে আসে তার জন্য আহ্বান জানান উদ্যোক্তারাও।