বাঁকুড়া জেলা পরিষদের বৈঠকে বিরোধীদের না ডাকার অভিযোগ বর্ধমান-পরুলিয়া-বাকুড়া 15 April 202215 April 2022 by নতুন গতি নিজস্ব প্রতিবেদক:-বাঁকুড়া জেলা পরিষদের বৈঠকে বিরোধীদের না ডাকার অভিযোগ। হিসেব চাইব, তাই ডাকছে না বলে অভিযোগ তুলেছে বিজেপি। পাল্টা, বিরোধীরা উন্নয়নের কাজে থাকে না বলে কটাক্ষ করেছে তৃণমূল।