|
---|
নিজস্ব প্রতিবেদক:-বিয়াল্লিশ ঘণ্টা রোপওয়ের ট্রলিতে আটকে থাকতে হয়েছে। বেঁচে বাড়ি ফিরতে পারবেন কিনা তাও নিশ্চিত ছিল না। কিন্তু বাড়িতে বাবা-মা রয়েছেন। তাঁদের কী বলবেন? এমনই নানা প্রশ্ন মাথায় ঘুরে বেরিয়েছিল তাঁর। তখন ওই অবস্থাতেই মাকে ফোন করেছিলেন অভিষেক নন্দন। মাকে ফোন করে বলেছিলেন বন্ধুদের সঙ্গে রয়েছেন। সবসময় মোবাইলের টাওয়ার থাকবে না। তাই কথা বলা যাবে না। রোপওয়ে থেকে উদ্ধার পাওয়ার পর পুরো ঘটনার কথা পরিবারকে জানান তিনি। নববর্ষের আগে ছেলে বাড়ি ফেরায় খুশি কাটোয়ার নন্দন পরিবার।