|
---|
নিজস্ব প্রতিবেদক:- পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হলেন বাঁকুড়া এক নম্বর ব্লকের চারটি গ্রামের বাসিন্দারা। রাজ্য সরকারের পক্ষ থেকে বাড়িতে বাড়িতে বসানো হয়েছে পানীয় জলের ট্যাপ কল। কিন্তু তা শুধু নামমাত্র। আছে কল কিন্তু সেই কল থেকে পড়েনা জল। জল আনতে তাদের যেতে হয় কয়েক কিলোমিটার দূরে। জল আনতে তাদের ভরসা স্থানীয় দেরুয়া মোড়ের একটি টাইম কল এবং স্থানীয় টিউবয়েল। তবে টিউবয়েলের জলে আয়রনের মাত্রা অত্যাধিক থাকায় সেই জল খাবার অযোগ্য। পানীয় জলের সংকটে ভুগছেন বাঁকুড়ার এক নম্বর ব্লকের দেরুয়া, রসুনকুড়, চেঁচুড়া এবং তেঁতুলাডাঙ্গা গ্রামের বাসিন্দারা। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরে মৌখিক এবং লিখিত আকারে জানালেও তাদের জল সমস্যার হয়নি কোন সুরাহা। সোমবার পানীয় জলের দাবিতে বাঁকুড়া এক নম্বর ব্লকের দেরুয়া মোড়ে বাঁকুড়া বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়কের উপর জলের বালতি নামিয়ে পথ অবরোধে সামিল হলেন ওই চারটি গ্রামের প্রায় শতাধিক বাসিন্দারা। প্রায় ৪০ মিনিট পথ অবরোধে জেরে আটকে পরে বহু যানবাহন। সপ্তাহের প্রথম কাজের দিনে সমস্যায় পড়েন অসংখ্য যাত্রী এবং পণ্যবাহী যানবাহন।খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশ অবরোধকারীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালেও গ্রামবাসীরা সেই অবরোধ থেকে পিছুপা হননি। তাদের দাবি যতক্ষণ না তাদের জল সমস্যার সমাধান হয় ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবেন। অবশেষে বাঁকুড়া এক নম্বর ব্লকের ব্লক আধিকারিকের জল সমস্যার সমাধানের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন তারা। দ্রুত জল সমস্যার সমাধান না হলে হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলে গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছে।