|
---|
নিজস্ব প্রতিবেদক:- হনুমান জয়ন্তী উপলক্ষে ভোগ বিতরণ পূর্ব বর্ধমানে।বিশ্ব জাগৃতি মিশনের উদ্যোগে লায়ন্স ক্লাবের সহযোগীতায় কয়েকশো পথচলতি মানুষদের মধ্যে বিতরণ করা হল ভোগ। লুচি আলুরদম শরবত সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল সকলের হাতে । এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস অন্যান্য কাউন্সিলরগণ। বর্ধমান জিটি রোড সিটি টাওয়ার এর উল্টো দিকে এই কর্মসূচীর আয়োজন করা হয়। এদিন কয়েকশো মানুষের মধ্যে হনুমান জয়ন্তীর ভোগ তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। প্রতিবছরই হনুমান জয়ন্তী উপলক্ষে বিশ্ব জাগৃতি মিশন এই উদ্যোগ নিয়ে থাকে। যদিও করোনা আবহে কিছুটা ছেদ পড়েছিল এই কর্মসূচীতে। তবে করোনার বাড়বাড়ন্ত শিথিল হতেই এবছর ফের আয়োজন করা হল হনুমান জয়ন্তী ভোগ বিতরণ। উদ্যোক্তা রাজেশ শাও বলেন, বিশ্ব জাগৃতি মিশন এর পক্ষ থেকে প্রতিটি পুজোতে এভাবেই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শুধু তাই নয় লকডাউনের সময় বা এই গরমকালে পথ চলতি মানুষদের মধ্যে বিতরণ করা হয়েছে খাদ্য। জলছত্র এরও আয়োজন করা হয়। এই উদ্যোগে সাধারণ মানুষের সাড়া পেয়ে অনেকটা খুশি তিনি। বিজয় গুপ্ত লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট বলেন, শুধু দুঃস্থ মানুষই নয় পথচলতি সকল মানুষই খাদ্য সামগ্রী গ্রহণ করছেন। বেশ ভালোই মানুষের সারা রয়েছে । হনুমান জয়ন্তী উপলক্ষে বিশ্ব জাগৃতি মিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি ।