|
---|
মুর্শিদাবাদ: ফের প্রকাশ্যে এলো গোষ্ঠীদ্বন্দ্ব। মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতির বিরুদ্ধে তোপ দেগে বিজেপি রাজ্য সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালেন জেলার বিজেপি বিধায়ক গৌরীশংকর ঘোষ।
তাঁর বক্তব্য জেলা মণ্ডল সভাপতি নির্বাচনের জন্য ৫১ জনের নাম পাঠানো হয়েছিল। তাতে ১৮ জনের নাম বাদ দিয়ে বিজেপি জেলা সভাপতি নিজের ইচ্ছেমতো লোকদের ঢুকিয়েছেন, যাঁরা অযোগ্য। ওই ঘটনা বারবার রাজ্য নেতৃত্বকে বলা সত্ত্বেও কোনও কাজ হয়নি। সে কারণে বিরক্ত হয়ে তিনি রাজ্য সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে তিনি দল ছাড়ছেন না কিন্তু বিজেপিকে টিকিয়ে রাখতে আলাদা সংগঠন করবেন জেলায়।