|
---|
হাওড়া: বেহালা চড়কতলা কাণ্ডে হাওড়া গ্রামীণ এলাকার জয়পুরে একটি খামার বাড়ি থেকে গ্রেফতার হলো বহিস্কৃত তৃণমূল যুব নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায় সহ ৭ জন।
জানা গেছে, বেহালা কাণ্ডের পর পুলিশের চোখে ধুলো দিতে বাণিজ্যিক গাড়িতে চড়ে এলাকা ছাড়ে ওই সাত অভিযুক্ত। প্রথমে বারাসতে চলে যায় তারা। সেখান থেকে ওড়িশার বালেশ্বর হয়ে দিঘায় পৌঁছয় সোমনাথ-সহ সাতজন। এরপর এক পরিচিতের সঙ্গে যোগাযোগ করে জয়পুরে এসে পৌঁছয় তারা। সেখানেই একটি খামারবাড়িতে থাকছিল সকলে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জয়পুর থেকেই পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের রবিবার আলিপুর আদালতে তোলা হবে।