নিয়োগ দুর্নীতি মামলা: ইডি অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়

দেবজিৎ মুখার্জি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরিবারের একাধিক সদস্যকে ইডি তলব করার পর গত ১৩ অক্টোবর সুমিত রায়কেও ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। লিপস অ্যান্ড বাউন্ডস প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্যেই তাঁকেও তলব বলে সূত্রের দাবি।

    নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলব পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। যদিও এদিন তিনি নির্ধারিত সময়েই সিজিও কমপ্লেক্সে ইডি-এর অফিসে প্রবেশ করেন। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পর থেকে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা তদন্তকারীদের নজরে। ইডি সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা ও লিপস অ্যান্ড বাউন্ডসের তদন্ত করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের নাম পাওয়া গিয়েছে। ফলে লিপস অ্যান্ড বাউন্ডসের কাজ ও আয় নিয়ে যে তদন্তে নেমেছে ইডি সেই নিয়েই সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

    ইডি নোটিশ পাওয়ার পর শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি ইডির আইনজীবীকে সুপারিশ করেন যে হাজিরার সময় সোমবার বেলা সাড়ে ১০টার পরিবর্তে বেলা ১২টা করা হোক। সেই মতো ১২টায় এদিন সিজিও-তে হাজির হন তিনি। ঢোকার সময় তাঁর হাতে বেশ কিছু কাগজপত্র ছিল। কীসের নথি সেই নিয়ে জল্পনা। তবে অনুমান ইডি তাঁর ব্যাঙ্কের নথিও তলব করায় সেই নথি নিয়েই হাজিরা দিয়েছেন সুমিত।