|
---|
নিজস্ব সংবাদদাতা,ঘাটাল : পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার কামার গেড়িয়া যাত্রিক সংঘের উদ্যোগে দেবীপক্ষের শুরুতেই অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।গ্রামীণ এলাকায় আয়োজিত এই রক্তদান শিবিরে বেশ কয়েকজন মহিলা সহ মোট চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন। “রক্তদান মহান দান” এই ব্রতে ব্রতী হয়ে গ্রামের একটি পরিবারের ১০ জন সদস্য রক্তদান করেন। সংঘের সদস্য চয়ন মান্না বলেন, দুর্গাপূজার সাথে সাথে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে প্রতিবছরই তাঁরা রক্তদান শিবির আয়োজন করে থাকেন।
সংঘের অন্য এক সদস্য সুকুমার দলবেরা বলেন, গ্রামীণ এলাকায় রক্তদান নিয়ে এখনও তেমন সচেতনতা গড়ে ওঠে নি।তাঁরা এবিষয়ে সমস্ত গ্রামবাসীদের সচেতন করতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে পূজা কমিটির কর্তাব্যক্তিদের পাশাপাশি গ্রামের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এদিনের শিবিরে রক্তসংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাডব্যাংক কর্তৃপক্ষ।