কবিতার ঘর নৃত্যমের প্রথম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা :  মেদিনীপুর কবিতার ঘর নৃত্যমের প্রথম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের রবীন্দ্রনিলয় সভাগৃহে স্বর্গীর সমীরণ মুখার্জির নামাঙ্কিত মঞ্চে।সমগ্র পরিচালনায় ও নিয়ন্ত্রণে ছিলেন বেতার ও দূরদর্শন শিল্পী, সংস্থার আবৃত্তি বিভাগের অধ্যক্ষা বৃষ্টি মুখোপাধ্যায়, সহযোগিতায় ছিলেন সংস্থার কর্ণাধার তিলোত্তমা নন্দী। কবিতার ঘর নৃত্যমের ছাত্রছাত্রীদের কণ্ঠে কবি ছন্দা রায়ের সরস্বতী বন্দনা কবিতাটির মাধ্যমে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

    সূচনা লগ্নে উপস্থিত থেকে অনুষ্ঠানটি বর্ণময় করে তোলেন বিদ্যাসাগর পুরস্কারপ্রাপ্ত লেখিকা রোশেনারা খান, বর্ষীয়ান আবৃত্তি শিল্পী অমিয় পাল,মালবিকা পাল,বিশিষ্ট উদ্যোগপতি আনন্দ গোপাল মাইতি, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী,বিশিষ্ট ছড়াকার বিদ্যুৎ পাল, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ ওঝা, বিশিষ্ট কবি নির্মাল্য মুখোপাধ্যায় প্রমুখ। এদিনের অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় বৃষ্টি মুখার্জির জন্মদাত্রী প্রীতিকণা মুখার্জিকে।কবিতার ঘর নৃত্যমের ছাত্রছাত্রীদের সুচারু আবৃত্তি পরিবেশনা সঙ্গে শিল্পী ত্রিপর্ণা ভট্টাচার্য ও শিল্পী তপস্বিনী ভট্টাচার্য্য মাইতির নৃত্যশৈলী উপস্থিত সকলের মন জয় করে নেয়।এই সংস্থার আদি নৃত্য বিভাগ নৃত্যম কলামন্দিরের মনকাড়া নৃত্য শৈলীর পাশাপাশি আমন্ত্রিত জনপ্রিয় অতিথি শিল্পীদের মূকাভিনয়, আবৃত্তি, শ্রুতিনাটক কবিতা পাঠ, সঙ্গীত পরিবেশন ও নৃত্য উপস্থাপনার মেলবন্ধনে সকাল থেকে দুপুর পর্যন্ত সাত ঘন্টার মনোজ্ঞ সাংস্কৃতিক উপস্থাপিত হয়। আবৃত্তি বিভাগের অধ্যক্ষা বৃষ্টি মুখোপাধ্যায় ও শিল্পী ত্রিপর্ণা ভট্টাচার্য্যর আবৃত্তি ও নৃত্যর যুগলবন্দী উপস্থিত সকলকে মোহিত করে দেয়। অবিভক্ত মেদিনীপুর সহ রাজ্যের নানা প্রান্ত থেকে উপস্থিত সৃজনশীল শিল্পীদের উপস্থিতিতে আনন্দমুখর হয়ে ওঠে এদিনের শক্তিরুপেণ আগমনী জলসা। সুদুর আসানসোল,কলকাতা, নৈহাটি থেকে এসেছিলেন খ্যাতনামা আবৃত্তিশিল্পী দেবনিষ্ঠা জানা,বিপ্লব চক্রবর্তী,বেতার ও দূরদর্শন শিল্পী সুদীপ্ত রায়,কবি কেশবরঞ্জন। তাঁদের উপস্থিতি ও পরিবেশনা বাঙ্ময় করে তুলেছিল অনুষ্ঠানটিকে। সুনিপুণভাবে অনুষ্ঠানের গ্রন্থিবন্ধন করেন অর্ণব বেরা। পরবর্তীকালে সঞ্চালনায় সহযোগিতা করেন শান্তা বাগচী।