দিলীপের গড়ে ভাঙ্গন, প্রভাবশালী বিজেপি নেতারা যোগ দিলেন তৃণমূলে

 

    নতুন গতি ওয়েব ডেস্কঃ এবার দিলীপ ঘোষের নিজের ঘরে ভাঙন। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগেই ভাঙন। তৃণমূল কংগ্রেস ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য ও বিধায়ক প্রদীপ সরকারের উপস্থিতিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির চার প্রভাবশালী নেতা। এঁরা হলেন স্থানীয় বিজেপি নেতা সজল রায়, খড়গপুর উত্তর জোনের সভাপতি অজয় চট্টোপাধ্যায়, খড়গপুরের শ্রমিক সংগঠনের সভাপতি শৈলেন্দ্র সিং ও বিজেপি-র সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক রাজদীপ গুহ। ওঁদের যোগদান খড়গপুর সদরে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও সমৃদ্ধ আর শক্তিশালী করবে।

     

    এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “পশ্চিম মেদিনীপুর জেলার মানুষের একটা অংশ গত লোকসভা ভোটে আমাদের সমর্থন করেননি। এখন তাঁরা আমাদের দলে যোগ দিচ্ছেন। বিজেপির উপর মানুষ আস্থা হারাচ্ছেন। তাই খড়গপুরের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছেন মানুষ। প্রদীপ সরকার ভোটে নির্বাচিত হন।

    এই দলবদলের প্রসঙ্গে পালটা তোপ দেগেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, “কিছু লোককে টাকা, চাকরি, পদের লোভ দেখিয়ে নিয়ে গিয়েছে। তাতে বিজেপির কোনও ক্ষতি হবে না।”