বেলিয়াতোড়ে কালিদাস মুখার্জীর নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান।

নতুন গতি ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় সরকারের বনচনার প্রতিবাদে বড়জোড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েত ভবনের সামনে। এই দলীয় অনুষ্ঠানে সমাবেশে বাকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কালিদাস মুখার্জীর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মাননীয় শ্যামল সাতরা ও বিষ্ণুপুর সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী অর্চিতা বিদ্ এর হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সহসভাপতি পবিত্র মন্ডল, বাঁকুড়া জেলা বিজেপির সহসভাপতি মলয় পাল, বড়জোড়া মন্ডল ২,মন্ডল ৩ র একঝাঁক বিজেপি নেতাকর্মী ও ৫০০ পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

     

    ২০২১ এর নির্বাচনের আগে বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় এই যোগদান অনেকটা তৃণমূলের হাত শক্ত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সহসভাপতি পবিত্র মন্ডল,বলেন, বিজেপি সরকার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, রেল বিমা বিএসএনএল এর মত সরকারি সহায়তা বেসরকারিকরণ করছে কৃষকদের বঞ্চিত করছে। যেভাবে উন্নয়ন করছেন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে করোনা অন্যদিকে আমফান যেভাবে সামনে সারি থেকে নেত্রী লড়াই করে। মানুষকে পরিষেবা দিচ্ছেন, তাই ওনার কাজে অনুপ্রাণিত হয়ে লউন্নয়নের শরিক হতে আমাদের তৃণমূলে যোগদান।

     

    • এই বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুখেন বিদ, বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখার্জী, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক নিলান্জন দাসগুপ্ত, বড়জোড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ শীট, সহসভাপতি মনোজ মোদক, ও বাঁকুড়া জেলা কিষান তৃণমূল কংগ্রেসের সভাপতি আশুতোষ মুখোপাধ্যায় ও প্রধান প্রশান্ত নাগ।