ঈদুল আযহাতে শান্তি বজায় রাখতে রাজ্য জমিয়তে উলামার আবেদন।

লুতুব আলি : ঈদুল আযহাতে শান্তি বজায় রাখতে রাজ্য জমিয়তে উলামার আবেদন। আগামী ১০ জুলাই মুসলিম সম্প্রদায়ের ত্যাগের উৎসব ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। এই উৎসব যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা হিন্দ রাজ্য কমিটি এক বার্তা দিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা হিন্দের রাজ্য সাধারণ সম্পাদক কাজী শামসুদ্দিন আহমাদ এক বিবৃতিতে জানিয়েছেন, উৎসব পালন করতে গিয়ে কোনো বিভেদগামী শক্তির বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে সেক্ষেত্রে প্রশাসনকে অবহিত করতে হবে। পশু কুরবানী প্রকাশ্য স্থানে যেন না করা হয়। কুরবানীর পর বর্জ্য পদার্থগুলো অবশ্যই মাটিতে পুঁতে দিতে হবে। দূষণ রোধে ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হবে। এক সাক্ষাৎকারে কাজী শামসুদ্দিন আহমাদ এই প্রতিবেদককে জানান, রাজ্যে হিন্দু মুসলমানের ঐক্য অটু ট আছে। এই অটুট বন্ধন কে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। তিনি আরও জানান, পশু কুরবানীর অবকাশ তিন দিন পর্যন্ত থাকে। তাই কোনো কারণে অসুবিধা হলে বা পরিস্থিতি অনুকূল না থাকলে কুরবানী দেওয়ার তিনদিন পর্যন্ত সুযোগ থাকে। শামসুদ্দিন সাহেব রাজ্যে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের কাছে কাতর প্রার্থনা জানিয়েছেন ত্যাগের এই উৎসব করতে গিয়ে যেন অপরের কোন অসুবিধা না হয় সেদিকে সজাগ থাকতে হবে ও নজর দিতে হবে।