গলসির পারাজ গ্রাম পঞ্চায়েতের সামনে ধর্নায় গ্রামবাসীরা

আজিজুর রহমান,গলসি : গলসি ১ নং ব্লকের পারাজ গ্রাম পঞ্চায়েতের সামনে ত্রিপল পেতে ধর্নার বসলেন এলাকাবাসীরা। এদিন বেলা এগারোটা নাগাদ পঞ্চায়েত অফিস খোলার পরই পার্শ্ববর্তী খুরাজ, সিহিগ্রাম ও পারাজ গ্রামের পাঁচ ছয়শো মানুষ পারাজ গ্রাম পঞ্চায়েতে অফিসে আসেন। কিছুক্ষণের মধ্যেই ধর্নায় বসে যান বিক্ষোভ দেখাতে শুরু করেন। সাথে সাথে প্লাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন তারা। এলাকার রাস্তা সারাই, জেনারেল রিলিফের গমের হিসাব, ও কোবিডের সময় সরকারি সাহায্য না দেওয়ার প্রতিবাদে তারা ধর্নায় বসেন বলে জানান আন্দোলনকারীরা। স্থানীয় বাসিন্দা রামকৃষ্ণ মন্ডল, মনসা রুইদাস বলেন, খুরাজ থেকে পারাজ যাবার রাস্তাটি বেহাল দশা হয়ে গেছে। বড় বড় গর্তের কারনে স্কুলের ছাত্রছাত্রীদের প্রচন্ড সমস্যা হচ্ছে। তারা পঞ্চায়েত ও বিডিও অফিসে জানিয়েও কোন সুরাহা পারনি। তাদের দাবী বেশ কয়েকবার তারা বিডিও অফিসে গেছেন। পারাজের বাসিন্দা শিবানী রুইদাস ও বেলা রুইদাস, বলেন চার বছর হল জিআর এর গম পায়নি। এর আগে আমাদের গম সবাইকে ভাগ করে দিয়েছিল। আমরা বিধবা মানুষ। সরকারি সাহায্য যদি না পাই তাহলে কি করবো। আমরা পঞ্চায়েত প্রধানকে বলেছিলেন। তিনি বলেছিলেন দেখবো। এতদিন না দেওয়ায় আমরা ধর্নার বসেছি। যতক্ষন প্রযন্ত কোন ব্যবস্থা না হবে ততক্ষন আমরা উঠবো না। তবে এবিষয়ে পঞ্চায়েত প্রধান সজাহান সেখ বলেন, খুরাজ থেকে পারাজ যাবার ওই রাস্তাটি তিনি কয়েকবার মেরামত করেছেন। পিচ রাস্তা করার জন্য জেলা পরিষদের দিয়েছেন। কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে। তাছাড়া তিনি বলেন, জিআর তারা দেন না খাদ্য দপ্তর দেয়। যদি জিআর না আসে তাহলে তিনি কিভাবে দেবেন। এদিকে লাগাতার বিক্ষোভ চালাতে গ্রামপঞ্চায়েত অফিসের সামনে একটি প্যান্ডলও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। এদিকে খবর যায় গলসি ১ নং বিডিও অফিসে। দুপুর নাগাদ ঘটনাস্থলে আসেন গলসি ১ নং ব্লকের জয়েন্ট বিডিও দীপঙ্কর রায়। তিনি এলাকাবাসীদের সাথে কথা বলেন। এর পরই প্রধানের সাথে কথা বলে কিছুদিনের মধ্যেই দাবী পুরনের আশ্বাস দিলে ধর্না তুলে নেন আন্দোলনকারীরা।