|
---|
উজির আলী, নতুনগতি, চাঁচল:০৮ মার্চ রং উৎসব দিনে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এলাকাবাসীকে অনুরোধ করেছেন চাঁচল মহকুমা প্রশাসন । তারই মধ্যে রবিবার মহকুমার চাঁচলে প্রশাসনের তরফে একটি শান্তি বৈঠক করা হয়।
এদিন চাঁচল ১ নং ব্লকের এনআরইজিএস ভবনে বৈঠকে ছিলেন মহকুমা শাসক সব্যসাচী রায়, মহকুমা পুলিশ আধিকারিক সজল কান্তি বিশ্বাস, চাঁচল থানার আই সি সুকুমার ঘোষ সহ দুই জেলাপরিষদ রফিকুল হোসেন ও সামিউল ইসলাম। এছাড়াও শান্তি বৈঠকে সামিল হয়েছিলেন এলাকার ধর্মগুরুরা।
হোলির পাশাপাশি আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা উপলক্ষ্যে জনপ্রতিনিধিদের নিজেদের এলাকায় শান্তি বজায় রাখার কথাও বলা হয় বৈঠকে। উৎসবে মাইক বাজিয়ে পরীক্ষার্থীদের প্রস্তুতিতে যাতে বিঘ্ন না ঘটানো হয় তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এদিন প্রশাসন।
আই সি সুকুমার ঘোষ বলেন, উৎসবের মেজাজে মদ্যপায়ী দ্রুত গতিতে বাইক চালাতে পকড়াও হলেও আইনত ব্যবস্থা গ্রহন করা হবে। এবং উৎসবের দিনগুলিতে এলাকাগুলিতে বিশেষ টহলদারী ও পেট্রোলিং করানো হবে পুলিশের তরফে।
কোনো ঘটনা প্রসঙ্গে গুজব না রটিয়ে পুলিশের সাহায্য নিতে বলা হয়েছে এদিন।