|
---|
সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: করোনা ভাইরাসের আশঙ্কায় দেশজুড়ে চলছে লকডাউন, মানুষ দৈনন্দিন কর্মহীন অবস্থায় রয়েছে যারফলে দিন আনা দিন খাওয়া ব্যক্তিরা ভীষণ সমস্যার মধ্যে রয়েছে। এই সমস্ত ব্যাক্তিদের কথা চিন্তা করে ত্রাণ সামগ্রী নিয়ে আজ বীরভূম জেলার লোকপুর থানার ভাড্ডি,বিশালপুর,লোকপুর, শিবপুর,আমলাকুড়ি, বামুনিবহাল গ্রামের অসহায় ব্যাক্তিদের সাহায্যার্থে এগিয়ে আসেন নতুন সকাল নামে জেলা সদর সিউড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা। প্যাকেট ভর্তি চাল,ডাল,আলু, সাবান,তেল, নুন প্রভৃতি জিনিসপত্র গ্রামে ঘুরে ঘুরে দুঃস্থ ব্যাক্তিদের হাতে তুলে দেন সংস্থার পক্ষ থেকে। সামাজিক দূরত্ব বজায়, মুখে মাস্ক ব্যবহার ইত্যাদি নিয়মশৃঙ্খলা পালন সহ সুষ্ঠু ভাবে বিতরনে সহযোগিতা করতে এগিয়ে আসেন লোকপুর থানার পক্ষে সিভিক ভলিন্টিয়ার রাকেশ আঢ্য, সুশোভন রায়, দীনেশ গোপ প্রমুখ। আজকের অনুষ্ঠান সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে মহম্মদবাজার এলাকায় কর্মরত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তথা “নতুন সকাল” সংস্থার সম্পাদক মানিক দাস জানান যে আমরা মূলত অভাবী, মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করি কিন্তু বর্তমান পরিস্থিতিতে ত্রাণ কার্যে অংশগ্রহণ করতে বাধ্য হয়, অসহায় দুঃস্থ ব্যাক্তিদের অবস্থা দেখে,তাই আমাদের সংস্থার সাধ্য মোতাবেক জেলার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণের কাজ চালাচ্ছেন,আজ লোকপুর এলাকায় ১৭৫ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।