|
---|
আজিজুর রহমান, গলসি : গলসির গলিগ্রাম মাদ্রাসাতে ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন করা। কল্যাণের শপথ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে ওই আয়োজন। এদিন সকাল নয়টা মাদ্রাসার সামনে দেশের জাতীয় পতকা উত্তোলন করা হয়। উত্তোলন করেন গলসি থানার পুলিশ অফিসার দেবজ্যোতি মন্ডল। পাশাপাশি মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপণ করে সবুজায়নের বার্তা দেওয়া হয়। এর পরই মাদ্রাসায় একটি ছোট্ট সভা করা হয়। সেখানে পুলিশ ও আগত অতিথিদের বরন করে সম্মানিত করা হয়। তাছাড়াও কল্যানের শপথ এর সদস্যদের পক্ষ থেকে মাদ্রসার সকল শিক্ষকদের একটি করে লুঙ্গি উপহার দেওয়ার পাশাপাশি সকল পড়ুয়াদের মিষ্টি ও কেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবী মনিরুদ্দিন মন্ডল, গলসি থানার অফিসার দেবজ্যোতি, কল্যানের শপথ এর সভাপতি মৌলানা রমজান আলি, সদস্য হাজী মহবুবুল হক, হাফেজ হায়দার আলি, মৌলানা কামরুল হুদা, মৌলনা আহম্মদ সাহেব, মৌলানা, মৌলনা মইনুদ্দিন সাহেব, মাদ্রাসার প্রধান শিক্ষক হজরত ইউসুফ সাহেব, ছাড়াও এলাকার বেশকিছু ইমাম সাহেবরা।