|
---|
নিজস্ব সংবাদদাতা : আগামী ২১ শে জুলাই ধর্মতলায় শহীদ দিবস উপলক্ষে ধনিয়াখালী আপ্যায়ন লজে ৭ই জুলাই একটি মহতী সভা হয়েগেলো। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অসীমা পাত্র। ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সৌমেন ঘোষ, বিশিষ্ট সাংবাদিক ও লেখক নৌশাদ মল্লিক, কৃষি কর্ম অধ্যক্ষ মহসীন মন্ডল, সৌরভ পাত্র ও অঞ্চল যুব সভাপতি অমিত চ্যাটার্জী। সভায় অসীমা পাত্র বলেন – ২১শে জুলাই আমরা দেখিয়ে দিতে চাই বাংলা অন্যায়ের কাছে মাথা নত করেনা। ২১ শে জুলাই ১৯৯৩ সালের শহীদ দের কথা ভুলিনি। সারাভারত বর্ষে বি -জে -পি সাম্প্রদায়িক দাঙ্গা বাধাবার জন্য উসকানি দিচ্ছে।এ থেকে আমাদের সাবধান হতে হবে। একশো দিনের কাজের টাকা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দলন করতে হবে।