বিদ্যুতের দাবিতে ফালাকাটা কোচবিহার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা:প্রচন্ড গরমে বিদ্যুতের লো ভোল্টেজ থাকার কারণে চরম ভোগান্তির শিকার মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের রেললাইন পাড়া এলাকা । বিদ্যুতের দাবিতে ফালাকাটা কোচবিহার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ওই এলাকার বাসিন্দারা । জাতীয় সড়ক অবরোধের জেরে বন্ধ হয়ে যায় ফালাকাটা থেকে কোচবিহারের যোগাযোগ ব্যবস্থা ।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , দীর্ঘ ছয় মাস ধরে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুতের লো ভোল্টেজ । বিদ্যুৎ দপ্তরে বহুবার জানানোর পরেও কোনরকম পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । বর্তমানে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশু থেকে বৃদ্ধ । ক্ষতি হচ্ছে শিশুদের পড়াশোনার । তাই বিদ্যুতের ভোল্টেজ বাড়ানোর দাবিতে তাদের পথ অবরোধ । ঘোকসাডাঙ্গা থানার পুলিশের আশ্বাসে পরে অবশ্য অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা ।