|
---|
সংবাদদাতা : আজ ৭৭-তম স্বাধীনতা দিবস উপলক্ষে ফুরফুরা শরীফের মোল্লাপাড়ায় আল আমিন শিক্ষাকেন্দ্রে এক অনুষ্ঠানে পতাকা উত্তোলন,আলোচনা সভা, পবিত্র কুরআন পাঠ,কবিতা পাঠ,গজল,আবৃত্তি প্রতিযোগিতায় শিশুদের অংশগ্ৰহণ ও পুরস্কার বিতরণ এবং শিশুদের বিস্কুট ও লজেন বিতরণ করা হয়।পতাকা উত্তোলন করেন, শিক্ষাকেন্দ্রের সম্পাদক মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী ও অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি হাফেজ মাওলানা আবু আফজাল জিন্না।এছাড়া মোল্লা আবিদুর রহমান,মোল্লা নহিফুল্লাহ,হাফেজ সেখ আতাউল আলম,মোল্লা হামিদুল্লাহ এবং অভিভাবক -অভিভাবিকা, শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।