|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বর্ধমানে কাঞ্চননগর দিননাথ দাস উচ্চ বিদ্যালয়ে দশম বর্ষ কন্যাশ্রী দিবস কন্যাশ্রী প্রকল্প ১০ বছরে পা দিল। এই উপলক্ষে বর্ধমান শহরের উপকণ্ঠে কাঞ্চন নগর দিনোনাথ দাস উচ্চ বিদ্যালয় কন্যাশ্রী দিবস পালন করা হয়। সাইকেল র্যালির মাধ্যমে কন্যাশ্রী র সুফল পাওয়ার বিভিন্ন দিকগুলি পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয়। কন্যাশ্রীর ছাত্রীরা এই প্রকল্পের আওতায় এসে তাদের জীবনের মোড় ঘুরে যাচ্ছে এই কথা প্রচারের সঙ্গে সঙ্গেই এর সুফল যে বিদ্যালয় এর কর্মরত শিক্ষিকারা ও পেয়েছেন তা এদিন অনেক শিক্ষিকা স্বীকারোক্তি করেন। বিদ্যালয়ের শিক্ষিকা নন্দিনী দে বলেন, তিনি ও ছাত্রী জীবনে কন্যাশ্রী ছিলেন এবং সরকারের এই প্রকল্প তাঁকে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত জানান, কন্যাশ্রীর ছাত্রীরা এই বিদ্যালয়ের বিভিন্ন কর্মকান্ডে অগ্রণী ভূমিকা নেয়। আমরা গর্বিত যে কন্যাশ্রী প্রকল্প আক্ষরিক অর্থেই স্থানীয় অসচ্ছল পরিবার গুলিতে ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করে। ১৪ আগস্ট এর এই অনুষ্ঠানে এদিন বিদ্যালয়ের মূলমঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ, গান, আবৃত্তি, কথার বুননে এ দিনের কন্যাশ্রী অনুষ্ঠানটি আক্ষরিক অর্থে এক অন্য মাত্রা পেয়েছিল। শিক্ষক কমল সাহার সংগীত প্রশংসার দাবি রাখে। উল্লেখ্য, কন্যাশ্রী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এদিন বিদ্যালয়ে কিছু মূল্যবান গাছের চারা লাগানো হয়।