|
---|
সুফি রফিক উল ইসলাম: মেমারি: ১৫ আগষ্ট,পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার এক দেশপ্রেমিক টোটোচালক অমরজিৎ রায় তার ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৮ সাল থেকে স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্রদিবস পালন করে আসছেন। এই উপলক্ষ্যে ছোটদের অঙ্কন প্রতিযোগিতা এবং ছোট শিশুদের পেন্সিল, কলম,খাতা, রবার,বিস্কুট, চকোলেট,মিষ্টান্ন প্রভৃতি বিতরণ করে থাকেন।বাচ্ছা বয়সে বিহার থেকে আগত অমরজিৎ রায় টোটোর আগে রিক্সা চালিয়ে দিন যাপন করতেন।তাঁর এই ঐকান্তিক একক প্রয়াসে পরবর্তী সময়ে সহযোগী হিসাবে এগিয়ে এসেছেন রোহিত কুমার সাউ,বিট্টু শর্মা, অরুণ মিশ্র প্রমুখ গুটিকয়েক উৎসাহী তরুণ।এবছর অমরজিৎ যে অঙ্কন প্রতিযোগিতা করেছেন তা অনুষ্ঠিত হয় গত ১৩ আগষ্ট রবিবার বিকেলে। ৬৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ক খ গ মোট তিনটি বিভাগে। রং ভরো, যেমন খুশি এবং মণীষী —- এই তিনটি বিভাগ ছিল। ক বিভাগে তূর্য বিষয়ী, বংশ সাউ এবং শতভিক সাহা যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। খ বিভাগে তন্ময় মাহাতো,গার্গী দাস ও সুজয় সূত্রধর প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে।গ বিভাগে সাক্ষী প্রামানিক,দীপ রায় এবং অক্ষরা সাউ যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়। এবছর অঙ্কন প্রতিযোগীদের পেন্সিল, চকোলেট ও টিফিন দেওয়া হয়। এছাড়া স্বাধীনতা দিবসের দিন সকলের জন্য মিষ্টি সহ টিফিনের ব্যবস্থা করা হয়। স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলনের সঙ্গে স্থানীয় হিন্দি জনতা স্কুলের ছাত্রছাত্রীদের সহযোগিতায় প্রভাত ফেরী করা হয়।